বাবার কুলখানিতে বাধা, দুইপক্ষের সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৪৩ এএম, ১৩ মে ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কুলখানি অনুষ্ঠানের দাওয়াত খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলমান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই এলাকার প্রয়াত মোবারক হোসেনের কুলখানির আয়োজন করে তার পরিবার। কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার কুলখানি অনুষ্ঠানের বিরোধিতা করেন তার বড় ছেলে আরিফুজ্জামান মিটু। পরে কুলখানির দাওয়াতে আসা নিয়ে গ্রামে তৈরি হয় দুইপক্ষ।

শুক্রবার সকাল থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কুলখানি অনুষ্ঠান শেষ হয়। পরে গ্রাম থেকে পুলিশ চলে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম জানা যায়নি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনোপক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি।

এন কে বি নয়ন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।