গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৪ মে ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) সকালে উপজেলার মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের পরনে জিন্স ও কালো রঙের জামা রয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।