নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৪ মে ২০২৩

নরসিংদীর ঘোড়াশালে চোর সন্দেহে রাজন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজন উত্তর চরপাড়া গ্রামের ফাইজ উদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ইয়াছিন নামে আরেক কিশোর।

আরও পড়ুন: ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে দুই কিশোর ঘোড়াশাল পাইকসা গ্রামে সোবহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করেন। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলে রাজনের মৃত্যু হলে মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। অন্যদিকে আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইলিয়াছ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনটার পর থেকে অভিযুক্তরা পলাতক। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।