মেঘনায় মিললো দুজনের মরদেহ

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৪ মে) বিকেলে সদর উপজেলার উত্তর চরভাসানিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এদের মধ্যে একজনের নাম ইমন মিয়া (১৬)। সে সদর উপজেলার মাধবদী পৌরসভার উত্তর বিরামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বান্দরবানে দুজনের মরদেহ উদ্ধার
নৌ পুলিশ সূত্র জানায়, দুপুরে মাধবদীর উত্তর বিরামপুর এলাকা থেকে ইমন, সাব্বির ও আবদুল্লাহ নামের তিন কিশোর মেঘনা পাড়ে ঘুরতে যায়। দুপুর ১টার দিকে তিনজন নদীতে গোসল করতে নামে। ওই সময় তারা নদীতে তলিয়ে যাওয়ার সময় একটি নৌকা দুজনকে উদ্ধার করে। নিখোঁজ কিশোর ইমনকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে অভিযানে নামে নৌ পুলিশ। রোববার বিকেলে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞতপরিচয় আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিরুল হক সিকদার জানান, নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইমনের মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে হয়েছে।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম