ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ছাত্রলীগ নেতার
যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ শেখ (২৪) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার (১৪ মে) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।
নিহত জিহাদ শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই মিল্টন শেখ জানান, রোববার সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল এলাকায় পৌঁছালে খুলনাগামী (ঢাকা মেট্রো ন-১৯-০৭৪২) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহদ গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যান।
নওয়াপাড়া ফয়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন।
মিলন রহমান/এসআর/এমএস