সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: তোফায়েল আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৬ মে ২০২৩
সভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সংসদ নির্বাচন হবেই। কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে তোফায়েল আহমেদ তার বাসভবনের হলরুমে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরও বলেন, বিএনপির বক্তব্যের সুযোগ পেলে আওয়ামী লীগের সমালোচনা করেন। অথচ তারা দেখে না আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। বিএনপি সমলোচনা করছে আরও করবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।