বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছিলেন জিয়াউর রহমান: তোফায়েল আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ মে ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছি, তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু জিয়াউর রহমান ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) দুপুরে ভোলা জেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনের বেশি দিন নেই, নির্বাচনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পৌর মেয়র মো. মনিরুজ্জামান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমূখ।


জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।