বান্দরবানে অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড
বান্দরবানে অস্ত্র মামলায় আমান উল্লাহ ও নুর আহম্মদ নামে দুই যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর দক্ষিণ দিককুল এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ (৩৯) ও লাহুর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ (৪০)।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি থানার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজের পূর্ব মাথায় রাস্তার ওপর এক রাউন্ড তাজা কার্তুজ ভরা একটি ৪১ ইঞ্চি লম্বা একনলা বন্দুক এবং একটি ১২ ইঞ্চি লম্বা একটি এলজি ও দুটি তাজা কার্তুজসহ আমান উল্লাহ ও নুর আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন তৎকালীন দায়িত্বে থাকা নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে একটি মামলা করেন। বিভিন্ন যুক্তিতর্ক ও সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম জাগো নিউজকে বলেন, সাক্ষ্য প্রমাণে আনিত অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আমান উল্লাহ ও নুর আহম্মদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিরা পলাতক থাকায় গ্রেফতার পরবর্তী সময় থেকে আদেশ কার্যকর হবে।
নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস