স্ত্রী-সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৮ মে ২০২৩

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফখরুল ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে পারিবারিকভাবে রেশমীর সঙ্গে ফখরুলের বিয়ে হয়। কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চালাতে থাকেন। ফখরুলের চাকরি না থাকায় প্রায় সময় রেশমীর কাছে টাকা চাইতেন। টাকা না দিলে রেশমীকে মারধরও করতেন। এরই মধ্যে তাদের কোল জুড়ে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।

২০২১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে নিজ বাড়িতে স্ত্রী রেশমী ও তার দেড় বছরের সন্তান ফাহিমকে গলাকেটে হত্যা করেন ফখরুল। হত্যার পর ফখরুল পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে দেওয়া হয়। হত্যার ঘটনায় নিহত রেশমীর বাবা পারভেজ মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ দেড় বছর মামলায় ১১ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম এন অলিউল্লাহ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আসাদুজ্জামন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রোজিনা আক্তার।

সঞ্জিত সাহা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।