মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৯ মে ২০২৩
ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুমন বর্মণ (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় রুবেল বর্মণ নামে আরেক জেলে আহত হয়েছেন।

শুক্রবার (১৯ মে) সকাল ৯টার দিকে ওই উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ তার প্রতিবেশী।

সুমন বর্মণের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যান সুমন বর্মণ, রুবেল বর্মণসহ আরও অনেকে। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন সুমন ও রুবেল। কাছাকাছি থাকা অন্য জেলেরা দুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বর্মণকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে সুমনের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।