মোটরসাইকেলের তেলের ট্যাংকে ইয়াবা, কলেজশিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৯ মে ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইয়াবাসহ মো. তৈয়ব আলী নামে এক কলেজশিক্ষককে আটক করেছে বিজিবি।

ওই কলেজ শিক্ষক উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক পদে কর্মরত রয়েছেন তিনি।

শুক্রবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কুরুষা-ফেরুষা গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তৈয়ব আলীকে কুরুষা-ফেরুষা এলাকা থেকে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো অবস্থায় ইয়াবাসহ বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে। শুক্রবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করে বিজিবি।

উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, রাতে প্রভাষক তৈয়ব আলী ইয়াবাসহ বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন।

এ ব্যাপারে লালমনিরহাট (১৫ বিজিবি) ব্যাট্যালিয়নের বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার মো. সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ইয়াবাসহ কলেজ শিক্ষক তৈয়ব আলীকে আটক করেছে বিজিবি। বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করেছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।