কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২০ মে ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের কেন্দ্রীয় কারাগারে সুমন ঢালী (৪৪) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) রাতে কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১০টায় তার মৃত্যু হয়।

সুমন ঢালী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সুমন ঢালীর আগেই হার্টের সমস্যা ছিল। তাকে বিভিন্ন সময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

তিনি আরও জানান, সুমন ঢালী কেরানীগঞ্জ থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালে ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে সুমন ঢালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।