চরমপন্থিদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২১ মে ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আত্মসমর্পণ করা ৩১৫ চরমপন্থির বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যালোচনা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এটা আমাদের কমিটমেন্ট। আপনাদের ফিরে আসার পথকে মসৃণ করতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে।

রোববার (২১ মে) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর কার্যালয়ে চরমপন্থিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা আত্মসমর্পণ করবেন না তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি। যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এসব চরমপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা র‌্যাবকে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলেছি। কেউ যদি মনে করেন অপরাধ করে আমরা দুর্গম চরাঞ্চলে বসে থাকবো, ধরতে পারবেন না তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩১৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলসহ দেশের বেশ কিছু জেলায় এক সময় চরমপন্থিদের দাপট ছিল। ষাট-সত্তরের দশকে বামপন্থি রাজনৈতিক দল হিসেবে এদের অনেকের আবির্ভাব হলেও অনেকে অপরাধে জড়িয়ে পড়েন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহা-পরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসন মীর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, হাবিবে মিল্লাত এমপি, আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি, মেরিনা জাহান কবিতা এমপিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও চরমপন্থি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।