ভৈরবের পাইকারি বাজারে ৬-৮ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

কিশোরগঞ্জের ভৈরবের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ৬-৮ টাকা বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, ভৈরবের নদীপাড় এলাকার পাইকারি আড়ৎগুলোতে প্রতি পাঁচ কেজি পেঁয়াজ ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। একই পেঁয়াজ গত শনি ও রোববার বিক্রি হয়েছে ৩৫০-৩৬০ টাকায়। এদিকে বাজারে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি কিনছেন।
বাজারের খুচরা বিক্রেতা সুমন মিয়া বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ফলে সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ ৬-৮ টাকা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। বেশি দামে কেনায় খুচরা বাজারে দাম বাড়িয়ে বিক্রি করতে হয়।
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মুছা মিয়া জানান, ব্যবসায়ীরা পেঁয়াজের দাম না কমিয়ে বাড়িয়ে দিয়েছেন। আজও প্রতি বস্তায় ১০০০-১২০০ টাকা বেড়েছে। সরকারি যদি দ্রুত ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করে তাহলে দাম কমতে পারে।
ভৈরব পেঁয়াজ ব্যবসায়ী মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. শাকিল মুন্সি জানান, বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানি হলে দাম স্থিতিশীল হবে। তা না হলে প্রতিদিন এভাবেই দাম বাড়তেই থাকবে।
রাজীবুল হাসান/আরএইচ/এএসএম