শোডাউন করে মনোনয়ন জমা, কাউন্সিলর প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২২ মে ২০২৩

নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার নির্বাচনে শোডাউন করে মনোনয়ন জমা দিতে আসায় কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেনকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।

সোমবার (২২ মে) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ সই করা এক চিঠিতে ওই কাউন্সিলর প্রার্থীকে শোকজ করা হয়। চিঠিতে তাকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার পৌরসভা বিধিমালা ২০১৫ এর বিধি ৫ অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল বা দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো প্রার্থী প্রতীক বরাদ্দের আগে কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করত পারবেন না। কিন্তু আপনি (আক্তার হোসেন) উক্ত বিধিমালা প্রতিপালন না করে বিভিন্ন স্থানে জনসমাগম, শোডাউন ও শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে আসেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, একজন কাউন্সিলর প্রার্থী শোডাউন করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। এজন্য তাকে শোকজ করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।