কারখানার শ্রমিকদের দিয়ে মিছিল, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২২ মে ২০২৩

গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করে কারখানার শ্রমিকদের দিয়ে নির্বাচনের মিছিল করার অপরাধে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সফর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি কারখানার শ্রমিকদের দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করে সফর আলী। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। প্রতিপক্ষ প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ওই এলাকায় অভিযান চালাযন। এসময় কাউন্সিলর প্রার্থী সফর আলীকে আটক করা হয়। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করে ভুল শিকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে এমন করবেন না।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।