ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের অপরাধে হারুন শেখ (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ওই যুবককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত হারুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাড়ি সংলগ্ন টয়লেটের পাশে স্লাবের ওপর অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন হারুন। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণের পর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
এ ঘটনায় ২০২০ সালের ২৭ নভেম্বর মেয়েটির মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফির অভিযোগে হারুনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। পরে একই থানার এসআই মো. মিজানুর রহমান ২০২১ সালের ২৮ জুন হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জাগো নিউজকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ রায় ঘোষণা করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী জরিমানার এক লাখ টাকা কিশোরীকে দেওয়া হবে।
এ আইনজীবী আরও বলেন, রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।
এন কে বি নয়ন/এসজে/এমএস