ফিরে এলেন মিস তামিকো, দেখালেন জাপানে নিয়ে যাওয়ার স্বপ্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৩ মে ২০২৩

প্রায় ৬ মাস আগে প্রথমবারের মতো ফরিদপুরের কানাইপুরে এসেছিলেন জাপানী ব্যবসায়ী মিস তামিকো মিজোয়ই। সেসময় গ্রামের মানুষের সরলতা আর গ্রামের অস্বচ্ছল মানুষের প্রতি অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ভালোবাসা ও মানবকল্যাণে অবদান দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। বলেছিলেন ‘আবার ফিরে আসিবো এই বাংলায়’।

সেই ভালোবাসার টানে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে সিআইপি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের জন্মস্থানে ফিরে এসেছেন স্ব-পরিবারে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদরাসা মাঠে বয়স্ক ও বিধবাদের ত্রৈমাসিক ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাপানের সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভ লিমিটেডের কর্ণধার মিস তামিকো মিজোয়ই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মি. কেনজি মিজোয়ই ও দৌহিত্র আয়ূম্মু মিজোয়ই।

অকোটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে ৪২০ জন ভাতাভোগীকে নগদ ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল দেওয়া হয়। জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের মানুষের মধ্যে প্রতি তিনমাস পরপর এ ভাতা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাপানের সাপোর্ট সার্ভিস কোম্পানি লিমিটেডের মিস তামিকো মিজোয়ই।

বক্তব্যকালে মিস তামিকো মিজোয়ই বলেন, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবারও ফিরে এসেছি। আপনাদের দেখে আমি খুবই আনন্দিত। আমার দ্বিতীয়বার আসার কারণ আমি বাংলাদেশ এবং জাপানের মধ্যে কিছু করতে চাচ্ছি। আপনাদের এমডি স্যারের সহযোগিতায় জাপান-বাংলাদেশের মধ্যে ব্যবসায়কি সম্পর্ক বাড়াতে চাই।

এ সময় তিনি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মাধ্যমে জাপানে বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বলে আশা ব্যক্ত করেন।

এসময় মি. কেনজি মিজোয়ই বলেন, এমডি স্যারের সহযোগিতায় জাপানে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি এবং সেখানে অনেক লোকবল লাগবে। ইঞ্জিনিয়ার সোবহান সাহেবের মাধ্যমে এদেশ থেকে অনেক লোক নেওয়া হবে।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বক্তব্যকালে সবার কাছে দোয়া কামনা করে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চাই আপনারা অস্বচ্ছল থেকে দ্রুত স্বচ্ছল হয়ে উঠবেন। এটা আপনাদের পাওনা।

এ সময় অন্যান্যদেন মধ্যে বক্তব্য রাখেন, সিঙ্গাপুরের ব্যবসায়ী ও আলেয়া ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কর্ণধার মি. মোহাম্মদ মোস্তফা, কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার আবুল হাসান, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন ও সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ফকির মো. বেলায়েত হোসেন।

এ সময় অষ্টমবারের মতো সিআইপি পদক পাওয়ায় অকো-টেক্স গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে অভিনন্দন জানান কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

আলোচনা পর্ব শেষে ভাতাভোগীদের মাঝে চাল, ডাল ও তেল তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় ভাতাভোগীদের সঙ্গে মিশে যান মিস তামিকো মিজোয়ই। তিনি বয়স্ক মহিলাদের বুকে টেনে নেন।

এরপর পুরদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় অতিথিদের বাংলাদেশ ও জাপানের পতাকা উড়িয়ে লাল গালিচায় বরণ করে নেয় শিক্ষার্থীরা।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।