নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রায় মোবাইল চোরের উপদ্রব
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে মোবাইল চোরের উপদ্রব দেখা গেছে। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ২০ থেকে ৩০টি মোবাইল চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে এসে তাদের মোবাইল খুইয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আয়োজিত পদযাত্রা কর্মসূচি পূর্বক সমাবেশে এই মোবাইল চুরির ঘটনা ঘটে। সমাবেশ মঞ্চ থেকে বারবার বলা হয়, আমাদের এখানে মোবাইল চোর এসেছে। অনেকের মোবাইল নাই হয়ে গেছে। সবাই সাবধানে থাকবেন।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে শহরের খানপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেই সঙ্গে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে বক্তব্য শুরু হয়।
এরই মধ্যে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সাথে সংঘর্ষে জড়িয়ে যান। এই সংঘর্ষ থামাতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের পকেটে থাকা দুটি মোবাইল চুরি হয়ে যায়।
একই সময়ে আরও কয়েকজন নেতা বলতে থাকেন, আমার মোবাইলও নিয়ে গেছে। এভাবে প্রায় ২০ থেকে ৩০টি মোবাইল চুরি হওয়ার কথা শোনা যায়। এই ঘটনায় একে অপরের অনুসারী নেতাদের দায়ী করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, নিজেদের মধ্যে মারামারি থামাতে গিয়ে দুইটি মোবাইল হারিয়েছি। আমাদের নেতাকর্মীদের প্রায় ২০ থেকে ৩০টি মোবাইল হারিয়েছে। মোবাইলগুলো হারানোর সঙ্গে সঙ্গেই সবগুলোর নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এমএইচআর