সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ মে ২০২৩
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলার বজরাপুর মণ্ডলজানি এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে (লোকাল) কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি সদস্যরা আঙুলের ছাপ নিয়েছেন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।