সংবাদ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, তবে অপসারণ দাবি ডিসির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৫ মে ২০২৩
মানববন্ধন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের অপসারণ দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রেস ক্লাবের সামনে পৌরশহরের প্রধান সড়কে মানববন্ধনে এ দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল), মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ প্রকল্প নামে মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়নে ভূমি অধিগ্রহণের জন্য একটি উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি অর্থ লোপাটের অপচেষ্টার অভিযোগে জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়।

পরে এ বিষয়ের ওপর জাতীয় দৈনিকে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের বক্তব্যকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অশালীন ও কটূক্তি বলে মন্তব্য করেন।

মাননবন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি মহল চক্রান্ত করছে। সরকারের এ প্রকল্পটি হলে আশপাশের এলাকার হাজার-হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। অনতিবিলম্বে প্রকল্পের অগ্রগতি এবং জেলা প্রশাসকের অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন- মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। এরা সবাই মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

২৩ মে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ডিসির সইয়ের অপেক্ষা, মন্ত্রীর পরিবারের পকেটে ঢুকবে শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।