কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৭ মে ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়।

ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বামী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে নিয়ে নিজের বাড়িতে থাকতেন তার মা। শুক্রবার (২৬ মে) সকালে নিজের বোন মারা গেলে ওই তরুণীকে বাড়িতে রেখে যান তিনি।

আরও পড়ুন: প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এ সুযোগে প্রতিবেশী শামছুল হক ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। পাশের বাড়ির এক নারী ঘরের মধ্যে গোঙানির শব্দ পেয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যান।

তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।