পাচারকারীর ফেলে যাওয়া গামছায় মোড়ানো ছিল ১৪ সোনার বার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:২৩ এএম, ০১ জুন ২০২৩

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে এসব সোনার বার জব্দ করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আমবাগানে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাকে থামতে বলে। ওই ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। ওই ব্যক্তির সঙ্গে একটি গামছা ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। গামছা তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার পাওয়া যায়। যার সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ বিষয়ে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন জব্দ করা হয়েছে। সোনার চালানটি ট্রেজারিতে জমা দেওয়া হবে।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।