সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭


প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১১ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আবু কালামের (৩০) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তাররা।

আবু কালাম ছাড়া অন্যান্যরা হলেন- এখলাস মিয়া (২০), জরিনা বেগম (৩০), তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬) ও ইব্রাহিম মিয়া (১৭)।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ এলপি গ্যাস দিয়ে রান্নার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে তিন শিশুসহ ৭ জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল। শিউলি বেগম চুলায় আগুন ধরাতে গেলেই সেটি বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজিজুল আলম সঞ্চয়/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।