ঠাকুরগাঁও

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি নজরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০১ জুন ২০২৩

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

বৃহস্পতিবার (১ জুন) সকালে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন কোনো ধরনের সমস্যা না পড়েন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশনায় সারাদেশে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এ বিশ্রামাগারে সুপেয় পানি ও নাশতা, নারীদের জন্য টয়লেট ও ফিডিং রুমের ব্যবস্থা থাকবে।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলুসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।