জন্মদিনে সুমন শেখের লাশ পেল পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০১ জুন ২০২৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ সুমন শেখ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর ঘাটের বটতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, আজ জন্মদিন ছিল সুমন শেখের।

সুমন শেখ বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। তিনি বন্দরের একটি চায়না কোম্পানির প্রজেক্টে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে বুধবার (৩১ মে) শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাট এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে সুমন শেখ নিখোঁজ ছিলেন।

জন্মদিনে সুমন শেখের লাশ পেল পরিবার

বন্দর এলাকার বাসিন্দা সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বন্দরের ১ নম্বর ঘাটে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে ৮-১০ জন পড়ে যান। এদের মধ্যে সবাই সাঁতরে ওপরে উঠে এলেও নিখোঁজ ছিলেন সুমন শেখ। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সুমন শেখের চাচাতো ভাই সোহেল পারভেজ বলেন, ‘ট্রলারে করে নদী পার হওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় সুমন নদীতে পড়ে যায়। অন্যরা সাঁতরে ওপরে উঠতে পারলেও সুমন সাঁতার জানতো না। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আজই তার জন্মদিন ছিল।’

নারায়ণগঞ্জ নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।