নতুন কাপড় পরিয়ে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০১ জুন ২০২৩

চার মাস আগে হারিয়ে গিয়েছিল শিশু শাকিল আহমেদ উজ্জ্বল (৯)। এর মধ্যে অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি পরিবার। অবশেষে তার সন্ধান পেয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে কুড়িগ্রাম সদর থানাপুলিশ।

শাকিল আহমেদ উজ্জ্বল গাইবান্ধা সদর উপজেলার কিসমতমালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম রেলস্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটিকে এলোমেলোভাবে ঘুরতে দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে জানান।পরে থানাপুলিশের একটি টিম রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, উজ্জ্বল খুবই অসহায়। তার মা অন্যত্র সংসার করছেন। বাবা থাকেন চট্টগ্রামে। উজ্জ্বলের চাচা লুৎফর রহমান থানায় এলে তার জিম্মায় উজ্জ্বলকে ফিরিয়ে দেওয়া হয়।

শিশুটির চাচা লুৎফর রহমান বলেন, ‘আমার ভাতিজা উজ্জ্বল চার মাস আগে খেলতে গিয়ে এলাকা থেকে হারিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ কুড়িগ্রাম সদর থানাপুলিশের মাধ্যমে ভাতিজাকে খুঁজে পেলাম। পুলিশ নতুন জামা পরিয়ে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কুড়িগ্রাম পুলিশকে এজন্য ধন্যবাদ জানাই।’

কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারেনি। পরে শিশুটির পরিবারের সন্ধান পাই। তারা কুড়িগ্রাম থানায় এলে শিশু সুরক্ষা সমাজকর্মীকে ডেকে তার পরিবারের জিম্মায় দিয়েছি। এরকম মানবিক কাজটি করতে পেরে
নিজের কাছে ভালো লাগছে।

ফজলুল করিম ফারাজী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।