দিঘিতে ডুবে প্রাণ গেলো শিশুর

ফাইল ছবি
জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামে দিঘিতে ডুবে সোহান নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান সদর উপজেলার কোমর গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।
স্থানীয় সুরুজ মিয়া জাগো নিউজকে বলেন, সোহান তার চাচার সঙ্গে বাড়ির পাশে দিঘিতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর সোহানকে না পেয়ে তার চাচাসহ অনেকেই খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দিঘিতে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এসআর/জিকেএস