কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চলছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর জেরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে উপজেলা সদরে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হক বঙ্গবন্ধু স্কয়ারে গণজমায়াতের আয়োজন করেন। একই দিনে চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানও উপজেলায় শোভাযাত্রার আয়োজন করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এক পর্যায়ে সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাঙচুর করা হয় গণজমায়াতের মঞ্চ ও বেশ কিছু যানবাহন। আগুন দেওয়া হয় একাধিক মোটরসাইকেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু জাগো নিউজকে বলেন, সকাল থেকে ২০-২৫ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যারা চিকিৎসা নিয়েছেন তাদের কারও নাম জানাতে পারেননি তিনি।
এদিকে মহাসড়কের ওপর সংঘর্ষের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হয়েছে শত শত মানুষকে।
যানজটের বিষেয় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে বলেন, সংঘর্ষের বিষয়টি জেলা পুলিশ দেখবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা যানবাহন চলাচলের ব্যবস্থা করবো।
জাহিদ পাটোয়ারী/এমএইচআর/জেআইএম/এসআর