নিহত হাবিবুরের পরিবারকে বাড়ি উপহার দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৬ জুন ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের পরিবারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মাণ করা বাড়ি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে পটুয়াখালীর বহাল গাছিয়ায় হাবিবুরের পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি ও নগদ পাঁচ লাখ টাকার চেক তুলে দেন শেখ হাসিনা সেনানিবাসের (জিওসি) ৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

তিনি বলেন, শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান চাকরিতে যোগদানের পর থেকে মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট/সংস্থায় তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে হাবিবুর রহমান দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মহান আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এই বাড়ি তার স্ত্রী এবং দুই সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সহায়ক হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের সার্বভৌম রক্ষা করা। তার পাশাপাশি আমরা সবসময় দেশ ও মানুষের পাশে থেকেছি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটি আস্থার জায়গা। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা দেশ ও বিদেশে ভাবমূর্তি উন্নত করতে সক্ষম হয়েছি। বিশেষ করে শান্তিরক্ষী মিশনে আমাদের অবস্থান ১/২ এ।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে হাবিবুর রহমানের স্ত্রী এবং দুই ছেলেসহ পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে কর্মরত থাকাকালে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জেএসএসপন্থী একটি চাঁদাবাজ সন্ত্রাসী দলের গুলিতে নিহত হন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।