জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৮ জুন ২০২৩

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরোত্তর গ্র্যাচুইটিসহ অন্য সুবিধার অর্থ পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) বেলা ১১টায় শহরের পাঁচুরমোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের সামনে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকতা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সমিতির সদস্য মসলেম বিশ্বাস ও উপদেষ্টা জহুরুল হক।

সমাবেশ থেকে অবিলম্বে গ্র্যাচুইটির পাওনা টাকা পরিশোধের দাবি জানানো হয়। সেইসঙ্গে অবিলম্বে অডিট আপত্তি নিষ্পত্তি, কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদানসহ অবসরপ্রাপ্তদের সব পাওনাদি পরিশোধের দাবি জানানো হয়।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।