ঋণ নিতে লাখে ১০ হাজার টাকা ঘুস, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৮ জুন ২০২৩

কর্মসংস্থান ব্যাংক সিরাজগঞ্জের কাজীপুর শাখায় ঋণ নিতে লাখে ১০ হাজার টাকা ঘুস নেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যাংকের সহকারী অফিসার সাইদুল রহমান রানার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুহ. আকতার হোসেন প্রধান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাগো নিউজে প্রতি লাখ ঋণে ঘুস দিতে হয় ১০ হাজার শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে আসে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে বগুড়া জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আক্তারুজ্জামানকে সরেজমিন তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই শাখার সহকারী অফিসারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মসংস্থান ব্যাংক বগুড়া জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আক্তারুজ্জামান বলেন, ‘জাগো নিউজের সূত্র ধরে কাজীপুর শাখার বিষয়ে সরেজমিন তদন্ত শুরু হয়েছে। আমি তদন্তের কাজে সকালেই কাজীপুর এসেছি।’

এ বিষয়ে কর্মসংস্থান ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক খালিদ মোহাম্মদ তোফায়েল আবেদিন জাগো নিউজকে বলেন, ‘ঋণের বিপরীতে ঘুস নেওয়ার বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্তের জন্য জোনাল অফিসের এসপিও স্যার আজ বগুড়া থেকে কাজীপুর এসেছেন।’

এর আগে বুধবার প্রতি লাখ ঋণে ঘুস দিতে হয় ১০ হাজার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। ভুক্তভোগীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থান ব্যাংকের সিরাজগঞ্জের কাজীপুর শাখায় ঋণ নিতে প্রতি লাখে ১০ হাজার টাকা ঘুস দিতে হয় ব্যাংকের সহকারী অফিসার সাইদুল রহমান রানাকে।

 

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।