প্রচণ্ড দাবদাহের পর কুমিল্লায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৮ জুন ২০২৩

প্রচণ্ড দাবদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে কুমিল্লাবাসী। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মুহূর্তে কমে আসে তাপমাত্রা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। দুপুর আড়াইটা পর্যন্ত জেলায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর রিকশাচালক কামাল হোসেন বলেন, কয়েকদিনের গরমে জীবন হাঁসফাঁস অবস্থা। একবেলা রিকশা চালাইলে আরেক বেলা বসে থাকতে হয়। ঘরে-বাইরে অসহনীয় অবস্থা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নয় যেন রহমতের ফোটা পড়ছে।

আরও পড়ুন: কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

jagonews24

নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী শরিফুল ইসলাম টিপু জানান, দাবদাহ আর লোডশেডিংয়ে দোকানে বসা কষ্টকর হয়ে পড়েছে। সকালে বৃষ্টির পর কিছুটা গরম কমেছে।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভূঁইয়া বলেন, সকাল সাড়ে ৯টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার পর্যন্ত কুমিল্লায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরআগে মঙ্গলবার ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।