কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৯ জুন ২০২৩

কুমিল্লায় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) বিকেলে নগরীর কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এ ঘটনা ঘটে।

এর আগে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নাকে জেলগেট থেকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নগীর রামঘাট এলাকা থেকে বের হয়ে কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ মিছিল থেকে ১০ জনকে আটক করে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল হোসেন পাভেল সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার সময় বহিরাগত কিছু যুবক পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। পরে আমাদের ১০ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খন্দকার আশফাকুজ্জামান জাগো নিউজকে জানান, মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে মিছিল থেকে ১০ জনকে আটক করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।