১৩ বছর পর বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময়- বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, উপদপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মারমা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সর্বশেষ ২০১০ সালে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও নির্বাচন হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তে ১৩ বছর পর ১০ জুন বান্দরবান সদরস্থ অরুণ সারকি টাউন হলে সম্মেলন হবে। এ সময় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলীয় সিদ্ধান্তে ভোটাভুটি বা সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী বলেন, নতুন কমিটিতে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন থেকে ৩৯২ জন কাউন্সিলর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ভোটাভুটি অথবা সিলেকশনে আগামী তিন বছরের জন্য জেলার নেতৃত্ব নির্বাচন করা হবে।
সাদেক হোসেন চৌধুরী আরও বলেন, ১৩ বছর পর স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, নতুন নেতৃত্ব নির্ধারণ হবে এ সম্মেলনে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম