বান্দরবানে এবার দুই নির্মাণশ্রমিককে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ জুন ২০২৩
প্রতীকী ছবি

বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে দুই নির্মাণশ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) বিষয়টি জানাজানি হয়।

অপহৃতরা হলেন- নির্মাণশ্রমিক ইদ্রিস ও আওয়াল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৯ জুন) ভোর ৪টায় রুমা উপজেলার বগালেক এলাকায় ব্রিজ নির্মাণে নিয়োজিত জসিম, রিপন বড়ুয়া, ইদ্রিস ও আওয়াল নামে ৪ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। ওইদিন বিকেলে জসিম ও রিপন বড়ুয়াকে ছেড়ে দিলেও ইদ্রিস ও আওয়ালকে তারা আটক করে রাখে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শুক্রবার সকালে ৪ শ্রমিককে অপহরণের পর দুই শ্রমিককে ছেড়ে দিলেও বাকি ২ শ্রমিককে মুক্তি দেয়নি বলে শুনেছি। তবে এনিয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

এর আগে গত ১৭ মার্চ নির্মাণ কাজের ঠিকাদার সার্জেন্ট আনোয়ারকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ এর সদস্যরা। ১৫ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।