কক্সবাজারে সড়ক দুর্ঘটনা

৬ ভাই নিহতের ঘটনায় চালকের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ জুন ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় ছয় ভাই নিহতের ঘটনায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

এ ঘটনায় নিহতের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আলাদা দুটি মামলায় হয়। এরমধ্যে হত্যা মামলায় একমাত্র আসামি করা হয় চালক সাইদুলকে।

পিপি আরও বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রমে শেষ হয়। এটি হত্যাকাণ্ড হিসেবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদী পল্লব সুশীল বলেন, সরকার ঘর করে দিয়েছে ভাইদের পরিবারে। সহযোগিতাও পাচ্ছি। দ্রুত বিচারে মামলাটি সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।