ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৩ এএম, ১২ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন কেন্দ্র করে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংগঠনটির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা এসেছে।

এরমধ্যে নবগঠিত কমিটি সোমবার (১২ জুন) সকালে শহরের লোকনাথ দিঘীর মাঠ থেকে আনন্দ মিছিল বের করার ঘোষণা দিয়েছে। একই সময় ও স্থান থেকে সরকারের দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। পদবঞ্চিতরা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও সদর উপজেলার সব ইউনিয়নে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ছাত্রদলের উভয়পক্ষ কর্মসূচির অনুমতি চেয়েছে। কিন্তু রোববার রাত পর্যন্ত কাউকে অনুমতি দেওয়া হয়নি। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

jagonews24

নতুন কমিটির সদস্য সচিব সমীর চক্রবর্তী জাগো নিউজকে জানিয়েছেন, জেলা ছাত্রদলের কমিটি দেওয়ায় আমরা আনন্দ মিছিল আয়োজনের উদ্যোগ নিয়েছি। আশা করছি পুলিশ অনুমতি দেবে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

বিদায়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল জানান, সরকারের দুর্নীতি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। পৌর এলাকা এবং সদর উপজেলার সব ইউনিয়নে এ কর্মসূচি পালিত হবে। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

পাল্টাপাল্টি এ কর্মসূচির বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জাগো নিউজকে জানান, ছাত্রদলের দুপক্ষের কর্মসূচির বিষয়টি আমরা জানতে পেরেছি। এখনো (রোববার রাত পর্যন্ত) কোনো পক্ষকেই অনুমতি দেওয়া হয়নি। বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে শাহীনুর রহমান শাহীনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

jagonews24

জানা যায়, এ কমিটি গঠনের পর থেকেই জেলা ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পদবঞ্চিতরা জেলা কৃষকদল ও নবগঠিত ছাত্রদল নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার দিনগত রাতে দুপক্ষের মধ্যে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ছাত্রদল নেতা গ্রেফতার

দুপক্ষের এ গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ উভয়পক্ষের অন্তত ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৬৫ জনকে আসামি করে মামলা করেছে। রোববার (১১ জুন) সদর মডেল থানার উপপরিদর্শক শ্রীভাস চন্দ্র দাস বাদী হয়ে এ মামলা করেন।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।