শরীয়তপুর

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ আদালতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ জুন ২০২৩
প্রতীকী ছবি

শরীয়তপুরে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) কোট পরিদর্শকের কার্যালয় থেকে ওই আদেশের কপি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

দুই কর্মকর্তা হলেন-নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও সদ্য বদলি হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: অভিযুক্ত পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড

আগামী ৯ জুলাইয়ের মধ্যে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’ এর ৫ ধারার বিধান মতে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মারামারি ও ছিনতাই মামলার চার আসামিকে মারধর করে আহত করার ঘটনায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান গত ৭ জুন ওই আদেশে স্বাক্ষর করেন।

শরীয়তপুরের কোর্ট পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন,একটি মামলার আসমিদের গ্রেফতার করে নির্যাতন করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আমলি আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশের নথি বৃহস্পতিবার শেষ বেলায় আমাদের কাছে পৌঁছায়। শুক্র-শনিবার বন্ধ থাকায় তা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে পারিনি। রোববার সকালে পাঠিয়েছি। ওই আদেশে বলা হয়েছে দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দিতে।

আরও পড়ুন: ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হকের মতামত জানতে চাইলে তাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।