উখিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর ফাঁস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৩ জুন ২০২৩
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় শরিফা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত শরিফা আক্তার পালংখালীর আশারপাড়া গ্রামের শাকের আলীর মেয়ে। তিনি উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরিফা আক্তার সোমবার সন্ধ্যায় কোনো একসময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঠিক কী কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল নিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।