পাকুন্দিয়ার রেকর্ডারখ্যাত নজরুল মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৩ জুন ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইকিংয়ের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী মো. নজরুল ইসলাম (৫০) মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুল ইসলাম পাকুন্দিয়া পৌর সদরের বীড় পাকুন্দিয়ার মৃত সালেম উদ্দিনের ছেলে। দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলার বিভিন্ন খবর মাইকিং করে প্রচার করে আসছিলেন তিনি। এ কারণে তিনি উপজেলাজুড়ে রেকর্ডার নামে খ্যাতি পেয়েছিলেন।

জানা গেছে, ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাইকিংয়ের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। সেই থেকে তিনি উপজেলাজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মৃত্যু সংবাদসহ বিভিন্ন বিজ্ঞাপনের তথ্য প্রচার করতেন।

পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৪ জুন) সকালে জানা শেষে পারিবারিক কবরস্থানে নজরুলকে দাফনের কথা রয়েছে।

এসকে রাসেল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।