বাসের ধাক্কায় শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৪ জুন ২০২৩
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। বুধবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলপনা আক্তার (২২) মহানগরের জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নীট লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে একটি ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন আলপনা আক্তার। ভ্যানটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পোশাক শ্রমিক আলপনার মৃত্যু হয়।

ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে উত্তেজিত শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে বেশ কিছু যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। এক পর্যায়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে ভাঙচুর চালান। এতে কালিয়াকৈরের চন্দ্রা নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়া ওই কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

কারখানার শ্রমিক জসিম উদ্দিন জানান, তাদের সহকর্মী আলপনার মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সবাই কাজ বন্ধ করে বিচারের দাবি জানান। তখন উত্তেজিত কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, তবে শ্রমিকরা কোনো ভাঙচুর করেননি। কিছু যানবাহনে ঢিল ছুড়েছেন।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ওই সড়কে এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।