বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন

ঢাকঢোলের তালে মাতলেন ঠাকুরগাঁওবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ জুন ২০২৩

বিশ্ববিদ্যালয় স্থাপনে মন্ত্রিপরিষদ সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ায় আনন্দ র‌্যালি করেছেন ঠাকুরগাঁওবাসী। র‌্যালিতে ঢাকঢোল ও সানাইয়ের তালে তালে মেতে ওঠেন সবাই।

বুধবার (১৪ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে থেকে এ র‌্যালি বের হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

jagonews24

র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

jagonews24

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, ঠাকুরগাঁওয়ে সবকিছুর উন্নয়ন হয়েছে ও হচ্ছে। ঠাকুরগাঁওসহ সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সবাই ঐক্যবদ্ধ হয়ে পুনরায় নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনবো।

তানভীর হাসান তানু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।