বেনাপোলে অনলাইনে পোর্ট ট্যাক্স সেবা চালু

শেষ হলো দীর্ঘ লাইনের ভোগান্তি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৬ জুন ২০২৩

ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাত্রা সহজ ও ভোগান্তি কমাতে অনলাইনে পোর্ট ট্যাক্স পরিষেবা চালু করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এখন থেকে মোবাইল ব্যাংকিং বা এটিএম কার্ডের মাধ্যমে ভ্রমণ ট্যাক্সের পাশাপাশি এই ট্যাক্স পরিশোধ করতে পারবেন যাত্রীরা। blpa.ekpay.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাই ট্যাক্স পরিশোধ করতে পারবেন যাত্রীরা।

এর আগে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনাল থেকে পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো পাসপোর্টধারী যাত্রীদের। এই সেবা চালু করায় খুশি এসব যাত্রীরা।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ৬ হাজার যাত্রী যাতায়াত করেন। এতে প্রতি বছর বেনাপোল স্থলবন্দরে ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হয় এবং পোর্ট ট্যাক্স খাতে আয় হয় প্রায় ১০ কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের ৯০ ভাগই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেন। ভারত যাতায়াতে পাসপোর্টধারীদের বর্তমানে ৫০০ টাকা ভ্রমণ ট্যাক্স এবং ৫২ টাকা পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হয়। এর মধ্যে ভ্রমণ ট্যাক্স সোনালী ব্যাংকে বা অনলাইনে পরিশোধের সুযোগ রয়েছে। তবে এই সুযোগ পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে না থাকায় যাত্রীদের স্থলবন্দরে পৌঁছে আবারো দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এতে ভোগান্তির পাশাপাশি দালাল হয়রানিরও শিকার হতেন যাত্রীরা।

তবে পাসপোর্টধারীদের দীর্ঘদিনের দাবির মুখে বুধবার (১৪ জুন) সকাল থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পোর্ট ট্যাক্স পরিশোধ পদ্ধতি চালু হয়েছে। আর নতুন এ সেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা।

এ বিষয়ে ভারতগামী আসাদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধ করার পদ্ধতি চালু করায় আমাদের বেশ উপকার হয়েছে। তাছাড়া অনলাইনে তাড়াতাড়ি ও স্বচ্ছভাবে হচ্ছে।

অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধের নিয়মের বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, অনলাইন সিস্টেম চালু করায় দেশের যেকোনো স্থান থেকে যাত্রীরা তাদের বন্দর চার্জ পরিশোধ করতে পারবেন। এতে সময় অনেকটা সাশ্রয় হবে।

তবে পোর্ট ট্যাক্স পরিশোধে দালাল চক্রের শরণাপন্ন না হতে যাত্রীদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের আর্মস পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের পরিদর্শক মনিরউজ্জামান।

তিনি বলেন, অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধ করার পদ্ধতি চালু হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। একইসঙ্গে দালাল চক্র থেকে তাদের সতর্ক থাকতে হবে।

জামাল হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।