কুমার নদের নাব্যতা ফেরাতে চলছে পরিচ্ছন্নতার কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৭ জুন ২০২৩

ফরিদপুরে কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ কুমার নদে থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কাজে অংশ নেন।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর মেয়র অমিতাব বোস, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহাসহ ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে দুদকের জিজ্ঞাসাবাদ

jagonews24

জেলা প্রশাসন সূত্র জানায়, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা ও নদের পানি ব্যবহারযোগ্য করে তোলা। এ কার্যক্রমের ফলে অচিরেই কুমার নদ তার হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করছে ফরিদপুরবাসী। কুমার নদের প্রতিমা বিসর্জন ঘাট থেকে শুরু করে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চরকমলাপুর ব্রিজ পর্যন্ত ১০টি পয়েন্টে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে চলবে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, পরিচ্ছন্নতা অভিযানের পর কুমার নদে কেউ ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নদীর দুইপাড়ে অবৈধ দখলে থাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। কুমার নদকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। এ নদী নিয়ে যতদূর যাওয়া যায় আমরা পর্যায়ক্রমে ততোদূর যাব। কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কাজের সূচনা হলো। এরপর নদীকে দখল ও দূষণমুক্ত করতে যা যা প্রয়োজন সবই করা হবে। আমরা এ কাজে সবাইকে সম্পৃক্ত করতে চাই। কুমার নদ রক্ষায় সবার মধ্যে একটি বার্তা পৌঁছে যাবে। যার যার পাড়ের ময়লা অপসারণে তারা নিজে থেকে আগ্রহী হবেন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।