নড়াইলে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৮ জুন ২০২৩

বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নড়াইল জেলা ও দায়রা জজ আদালত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রণয় কুমার দাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবীর উদ্দিন প্রামাণিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্টেট আমাতুল মোর্শেদা, পুলিশ সুপার সাদিরা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি বিচারপতি জাফর আহমেদ বলেন, দেশের ৬৪টি জেলায় প্রধান বিচারপতির অভিপ্রায়ে বিচারপ্রার্থীদের জন্য এ বিশ্রামাগার তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ

তিনি আরও বলেন, আমিও বারের সদস্য ছিলাম। বার ও বেঞ্চ হলো একটা দেহের দুটি হাত। যারা বিচারপ্রার্থী তারা যেন ন্যায়বিচার পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এ বিশ্রামাগার যেন সঠিকভাবে ব্যবহৃত হয় সেদিকেও নজর দিতে হবে।

ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানের পর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা জজশিপের সঙ্গে জেলার পুরাতন দেওয়ানি ও ফৌজদারি মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির বিষয় মতবিনিময় করেন।

হাফিজুল নিলু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।