স্ত্রীকে ভুল রক্ত দেওয়ার চেষ্টা, প্রতিবাদ করে লাঞ্ছিত স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৮ জুন ২০২৩

নোয়াখালীর মাইজদী প্রাইম হাসপাতালে নুরুন্নাহার (৩৮) নামের এক রোগীর শরীরে ভুল রক্ত দেওয়ার চেষ্টাকালে প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন স্বামী ছালেহ উদ্দিন। এ ঘটনায় রোববার (১৮ জুন) জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

ভুক্তভোগী ছালেহ উদ্দিন জাগো নিউজকে জানান, তার স্ত্রী নুরুন্নাহারের রক্তশূন্যতা দেখা দিলে বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে চিকিৎসক তাকে রক্ত দিতে প্রাইম হাসপাতালে ভর্তি করেন। পরে ছালেহ উদ্দিন কয়েকজন রক্তদাতা ঠিক করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল রিপোর্টের ভিত্তিতে ‘বি’ পজিটিভের জায়গায় ‘এবি’ পজিটিভ রক্ত দেওয়ার প্রস্তুতি নেয়।

রক্তের গ্রুপ ক্রসম্যাচিংয়ের জন্য দুই হাজার ২০০ টাকা নেওয়া হয়। তারপরও কোনো পরীক্ষা ছাড়াই কম্পিউটার অপারেটর, চিকিৎসক ও টেকনিশিয়ান সেজে সই করে একটি রিপোর্ট দেন। রিপোর্টে রোগীর রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ ও রক্তদাতার গ্রুপ ‘এবি’ পজিটিভ উল্লেখ করা হয়। এটি দেখে রোগীকে রক্ত দিতে অস্বীকৃতি জানান ছালেহ উদ্দিন। এতে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ হাসপাতালের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ বিষয়ে রোববার নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন ছালেহ উদ্দিন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও প্রাইম হাসপাতালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে হাসপাতালের নম্বরে কল করলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

তবে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, তদন্তে প্রাইম হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।