যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৮ জুন ২০২৩

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হামিদ মোড়ল নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ জুন) দুপুরে যশোর আদালতের স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ শার্শা উপজেলার খাজুরা পশ্চিমপাড়ার মৃত জয়নুদ্দীন মোড়লের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জানুয়ারি বিকেলে আব্দুল হামিদের সঙ্গে তার স্ত্রী আমেনা বেগমের সঙ্গে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমেনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ১ ফেব্রুয়ারি আমেনার মৃত্যু হয়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন ছেলে বিল্লাল হোসেন মোড়ল।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা জাগো নিউজকে বলেন, মামলাটি তদন্ত শেষে একই বছর ২৮ জুন আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই এসএম আজিজুর রহমান। সর্বশেষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ মামলার রায় ঘোষণার দিন আসামিকে এ সাজা দেন আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।