নোয়াখালীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৯ জুন ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোরগ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় আলীপুর গ্রামের বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি তিনটি ধারালো কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এরা এলাকায় চুরি-ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।