মাদক মামলা
ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তাসহ দুজনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের এসআইসহ দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- এসআই হেলালসহ (৪২) ও সুইপার মানিক। হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। সুইপার মানিকের বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে। তার বাবার নাম বাদল দাস।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটকরা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা।
২৩ জুন দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল এবং তার সহযোগী সুইপার মানিককে আটক করে ডিবি।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখর কুমার রায়।
তানভীর হাসান তানু/এসজে/এএসএম